ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই এর ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি চিকিৎসা ক্যাম্প নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ , ডিসেম্বর ১, ২০২৪ ঢাকার ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই ( নিসচা) ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ধামরাই উপজেলা নিসচা শাখার উদ্যোগে পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা সেবা ক্যাম্প ধামরাই ঢুলিভিটা বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচশত শ্রমিকদের বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়।আজ রোববার ধামরাই উপজেলা নিরাপদ সড়ক চাই ( নিসচা)শাখার সভাপতি নাহিদ মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ সদস্যরা।নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া বলেন,আমরা প্রতিবছর নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকীতে মানুষের জন্য ভালো কাজ করার চিন্তা ভাবনা করে থাকি,তাই এবারও আমাদের প্রতিবারের ন্যায় পরিবহন শ্রমিকদের চক্ষু এবং ডায়াবেটিকস করাচ্ছি। পরিবহন শ্রমিকরা যদি সুস্থ থাকে তাহলে তাদের মনমানসিকতা ও ভালো থাকে এতে করে দূর্ঘটনা অনেক কমে যাবে মনে করি।এই কর্মসূচীর আগে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। শেয়ার সারা দেশবিষয়: