বেনাপোল থানার অভিযানে ফেন্সিডিল সহ গ্রেফতার- ১

প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্ণ , নভেম্বর ২০, ২০২৪
Oplus_0

যশোরের বেনাপোলে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ মো. নুর উদ্দিন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টা ৪০মিনিটে তাকে যে ফেন্সিভিল সহ গ্রেফতার করা হয়। গ্রেফতার নুর উদ্দিন বেনাপোল খড়িডাঙ্গা গ্রামের মো. আদম আলীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, বিশেষ অভিযান চালিয়ে ভবারবেড় গ্রামের ফল রাজুর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর হতে নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিভিল উদ্ধার করা হয়। গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Loading