পল্লীবিদ্যুৎ লোডশেডিং এ হাওর পাড়ের মানুষ বিপর্যস্ত

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ , জুলাই ২৯, ২০২০

নেত্রকোণা-সুনামগঞ্জ-কিশোরগঞ্জ এর হাওর পাড়ের জনপদের জীবন আজ দুর্বিসহ। করোনা, বন্যা ও লোডসেডিং যেন প্রতিদিনের জীবনের সাথে একাকার হয়ে আছে।

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে-ঘরে বিদ্যুৎ ” যা মিথ্যা নয় সত্যি। ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে।   কিন্তু বিদ্যুৎ থাকে না ঘন্টার পর ঘন্টা ধরে, বিশ্ব যখন করোনা মহামারিতে আতংকিত।  বন্যা কবলিত হাওরবাসি ভ্যাপসা গরমে অসহ্য জীবন যাপন করছে। এক ঘন্টা বিদ্যুৎ থাকলে চার ঘন্টা থাকে না। এভাবেই চলে যাচ্ছে দিন।

অপরদিকে বিদ্যুৎ না থাকলেও ভূতুরে বিলের কমতি নেই। সংযোগ বিছিন্নকরনের ভয়-ভীতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে সাজানো বিলে টাকা হাতিয়ে নিচেছ অফিস। বিষয়টি মোহনগঞ্জ উপজেলা কর্মকর্তাও অবহিত আছেন।

জি.এম ও এ.জি.এম এর সাথে চেষ্টা করেও মোবাইলে যোগাযোগ করা সম্ভব হয়নি। উনাদেরকে সারাদিন ফোন দিলেও না ধরার অভিযোগ আছে।

এলাকাবাসী এই অবস্থা থেকে মুক্তি চায়। আসন্ন ঈদে যেন মানুষ বিদ্যুৎ  পায়,  মনের আনন্দে  যেন ঈদ উপভোগ করতে পারে সে আশা করছে এলাকাবাসী।

Loading