পাকিস্তান-মালয়েশিয়ায় ঈদ আজ, বাংলাদেশ-ভারতে কাল

প্রকাশিত: ২:১৭ পূর্বাহ্ণ , এপ্রিল ১০, ২০২৪

মালয়েশিয়া-পাকিস্তানে আজ ঈদ হলেও বাংলাদেশ ও ভারতে কাল বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হবে। এ বছর বাংলাদেশ-মালয়েশিয়ায় একই দিন রোজ শুরু হয়। কিন্তু গতকাল মঙ্গলবার মালয়েশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ সেখানে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

বাংলাদেশের মতো মঙ্গলবার ভারতের বেশিভাগ এলাকার আকাশেও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য প্রতিবেশী দেশ দু’টিতে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। ভারতের রাজধানী দিল্লি ও লক্ষ্মৌতে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই স্থানীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। কিন্তু বর্তমান মোদি সরকার এ ব্যাপারে নিরব রয়েছে।

এদিকে কেরালার চাঁদ দেখা কমিটি জানিয়েছে, অঞ্চলটিতে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বুধবারই সেখানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে। কারগিলেও বুধবার ঈদ বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। অপরদিকে, নতুন চাঁদ দেখা যাওয়ায় বুধবার ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তান চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এর চেয়ারম্যান মাওলানা আব্দুল খাবির আজাদ সংবাদ সম্মেলনে জানান, দেশটির করাচি, দির, ফয়সালাবাদ, স্কারদুসহ বিভিন্ন এলাকায় চাঁদ দেখা গেছে। এজন্য বুধবারই পাকিস্তানে পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হচ্ছে। সূত্র : জিও নিউজ

ঈদ উপলক্ষে পাকিস্তান রেলওয়ে ২৫ শতাংশ ভাড়া কমালো
এদিকে মালয়েশিয়ার মুসলমানরা বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করবেন। মঙ্গলবার রাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেয়া হয়। এর আগে গত ৩০ মার্চ মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছিল যে ৯ এপ্রিল মালয়েশিয়ার আকাশে ঈদুল ফিতরের চাঁদ দেখা যেতে পারে।

ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশটির রাজা সুলতান শরাফুদ্দিন ইদ্রিস শাহ আরহাজ ইস্তানা আলম শাহ ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। খবর দ্য স্টার মালয়েশিয়ার। উল্লেখ্য, এ বছর বাংলাদেশ ও মালয়েশিয়ায় একই দিনে রোজা শুরু হয়েছিল

Loading