গাজায় যুদ্ধ: ৬ মাসে ৬০০ ইসরাইলি সেনা নিহত

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ , এপ্রিল ১, ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় প্রায় ছয় মাস ধরে হামলা চালাচ্ছে ইসরাইলি সেনারা। তবে হামলার জবাব দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাসও। এতে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬০০ ইসরাইলি সেনা।

সোমবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

চলমান এ যুদ্ধে সবশেষ যে সেনা নিহত হয়েছেন, তার নাম নাদাভ কোহেন। বয়স ২০ বছর। তবে নাদাভ কবে, কোথায়, কীভাবে নিহত হয়েছেন, সে তথ্য জানায়নি ইসরাইলি সেনাবাহিনী।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় হামাস। এ হামলায় প্রায় ১২০০ ইসরাইলি নিহত হয়েছেন বলে দাবি কর্তৃপক্ষের। এছাড়াও বহু ইসরাইলিকে জিম্মি করে নিয়ে যায় হামাস। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে অনেক জিম্মি মুক্ত হলেও, এখনও হামাসের কাছে শতাধিক বন্দি আছেন।

হামাসের হামলার জবাবে সেদিন থেকেই গাজায় বর্বর হামলা শুরু করে ইসরাইল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৩২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ।

সূত্র: আল আরাবিয়া, হিন্দুস্তান টাইমস

Loading