কুবি উপাচার্যের নামে ‘ফেইক’ একাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার

প্রকাশিত: ৪:৪০ পূর্বাহ্ণ , মার্চ ১২, ২০২৪

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নাম ও ছবি ব্যবহার করে একটি ‘ফেইক’ একাউন্ট খোলা হয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কিত ভূয়া তথ্য ছড়ানো হচ্ছিলো। সোমবার (১০ই মার্চ) রাত সাড়ে এগারোটায় উপাচার্য ব্যক্তিগত ফেসবুক থেকে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রাত সাড়ে দশটার দিকে উপাচার্যের নামের ফেইক ফেসবুক একাউন্ট থেকে “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি নিষিদ্ধ করা হলো” এমন একটি পোস্ট দেয়ার পর এই ব্যাপারটা সকলের নজরে আসে।

এই বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করতে আমার নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইক একাউন্ট থেকে ভুয়া তথ্য ছড়াচ্ছিল। আমি ইতোমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। কাল থানায় জিডি সহ অন্যান্য আইনি সাহায্য নিব।’

Loading