শখের বসে ভিডিও ব্লক তৈরি করেন সাগর

প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ , মার্চ ২, ২০২৪

টাঙ্গাইল প্রতিনিধি:
সাগর আহমেদ (Sagar Ahamed) একজন কনটেন্ট ক্রিয়েটর। তিনি শখের বসে ড্রোন ক্যামেরার মাধ্যমে প্রকৃতিসহ বিভিন্ন ধরণের ভিডিও ব্লক তৈরি করে থাকেন এবং নিজের নামের একটি ফেসবুক Sagar tarvel vlog পেইজে সেই ব্লক ভিডিও আপলোট করে বেশ সাড়া যুগিয়েছেন।
সাগর আহমেদের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর ইউনিয়নের সারুটিয়া গ্রামে। সাগর টাঙ্গাইল পৌর শহরের সরকারী এম.এম আলী কলেজে পড়াশোনা করছেন। ভিডিও ব্লক তৈরিতে দক্ষ হিসেবে গড়ে তিনি কনটেন্ট ক্রিয়েটর হয়ে কাজ করছেন।
ভিডিও কনটেন্ট ক্রিয়েটর সাগর বলেন, আমার ভিডিওগুলো অন্য সবার থেকে একটু আলাদা। প্রকৃতি নিয়ে ব্লক তৈরি করি। আমার করা ব্লকগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ইতোমধ্যেই দেশ-বিদেশে জনপ্রিয়তা পেয়েছে।
তিনি আরও জানান, স্মার্টফোনের দিকে মানুষ ধাপিত হচ্ছে। অন্যান্য ভিডিওয়ের তুলনায় ফেসবুক ও ইউটিউবে প্রকৃতি বিষয়ক কনটেন্ট ভিডিওগুলো বেশি দেখে থাকেন। এ জন্য আমি প্রকৃতির নানা বিষয়গুলো নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে কাজ করে যাচ্ছি। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

Loading