স্মার্ট হবে পটিয়ার ক্রীড়াঙ্গন, পটিয়ার মাঠ ফিরে পাবে নতুন প্রাণ : মোতাহেরুল ইসলাম চৌধুরী

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ , মার্চ ২, ২০২৪

পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) সন্ধায় উপজেলা মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। পটিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আলাউদ্দিন ভুঁইয়া জনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল করিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পটিয়ার সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন স্মার্ট হবে পটিয়ার ক্রীড়াঙ্গন, পটিয়ার মাঠ ফিরে পাবে নতুন প্রাণ এজন্য সকল ক্রীড়া সংগঠনকে ভুমিকা রাখতে হবে। নব গঠিত পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা আগামীর প্রজন্মের জন্য খেলা-ধুলা, সংস্কৃতি ও সাহিত্যকে উজ্জীবিত রাখতে দৃষ্টান্ত স্থাপন করে যাবো৷
এতে বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার মেয়র আইয়ুব বাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ওসি জসীম উদ্দিন, নিপুন চৌধুরী, কাউন্সিলর গোফরান রানা, অতিরিক্ত সাধারণ সম্পাদক কুসুমপুরা ইউপি চেয়ারম্যান জাকারিয়া ডালিম, সদস্য আবুল কালাম বাবুল, হাজী আবুল বশর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সব্যচাসী নাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ, সাংবাদিক এটিএম তোহা, ডি এম জমির উদ্দীন, মিসকাত আহমেদ, সাইফুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দিন, ক্রীড়া সংগঠক নুরুল আলম, ইমরানুল আলম, শাহরিয়ার শাহজাহান, কাজী আব্দুল কাদের, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চৌধুরী, মহিলা নেত্রী সাজেদা বেগম।

Loading