এলাকায় উত্তেজনা ! পীরগঞ্জে ৪ হাজার নেতা কর্মী নিয়ে ইউ’পি চেয়ারম্যান আওয়ামী লীগে যোগদান

প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১, ২০২০

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ৭নং হাজীপুর ইউনিয়নের আমজনতার জনপ্রিয় ইউ’পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ৪ হাজার নেতা কর্মী নিয়ে গত ২৫ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন। এ যোগদানকে কেন্দ্র করে তার প্রতিপক্ষ সাবেক ইউ’পি চেয়ারম্যান জয়নাল আবেদীন ও তার দোসররা ইউ’পি চেয়ারম্যান সিদ্দিকুরের বিরুদ্ধে এলাকায় নানা মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাবেক এমপি ও উপজেলা আওয়ামী সভাপতি ইমদাদুল হক বলেন সিদ্দিকুর রহমান একজন উচ্চ শিক্ষিত ও বিভিন্ন মহলের কাছে গ্রহণ যোগ্য ব্যক্তি। তার চাচা প্রয়াত ইসমাইল চৌধুরী অত্র উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। সিদ্দিকুর রহমান ও তার পরিবারের সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক ও পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব বলেন ইউ’পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান ৪ হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করায় বর্তমানে ৭নং হাজীপুর ইউনিয়ন, আওয়ামীলীগের দূর্গ হিসেবে পরিণিত হয়েছে। ৭নং হাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ডাঃ আনছারুল হক, বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, যুবলীগ সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রায়, ছাত্রলীগ সভাপতি এ জিএম সাঈদ (সজিব), সম্পাদক বকুল আলম রবিবার এ প্রতিনিধিকে জানান সিদ্দিকুর চেয়ারম্যানের প্রতিপক্ষ সাবেক ইউ’পি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের কালো তালিকা ভুক্ত নেতা জয়নাল আবেদীনের অধিকাংশ পরিবারের সদস্যরা বিএনপি, জামাত ও শিবিরের রাজনীতির সাথে জড়িত। গত উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা জামাতের তৎকালিন আমির আবুল কাশেম চশমা মার্কা নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় তার মা ও ইউ’পি চেয়ারম্যান জয়নাল আবেদীন এবং পরিবারের অন্যান্য সদস্যরা জামাতের আমিরের নির্বাচন করেছেন। ফলে এই ইউনিয়নের অধিকাংশ আওয়ামীলীগের নেতাকর্মীরা তাকে বর্জন করে ইউ’পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে বরণ করে নিয়েছে। বিশাল জনবল নিয়ে সিদ্দিকুর রহমান আওয়ামীলীগে যোগদান করায় স্বাধীনতা বিরোধী এলাকার একটি চক্র ও জয়নাল আবেদীন মিলে সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা সহ নানা রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ফলে সিদ্দিকুর রহমান এর নেতাকর্মী, শুভাকাঙ্খি ও ভক্তদের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ইউ’পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান আমার পরিবারের সদস্যরা দীর্ঘ দিন ধরে আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত এবং জন নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও স্বাধীনতা বিরোধী চক্রকে নিষ্কিয় করার লক্ষ্যে আওয়ামীলীগে যোগদান করেছি। অপর দিকে সাবেক ইউ’পি চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান আমার পরিবারে কে কি রাজনীতি করে এটা আমার বিষয় নয়। আমি আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা কি কারণে কমিটিতে আমার নাম দেয়নি তা আমার জানা নেই। বিষয়টি এলাকার সর্বস্তরের জনগণ আওয়ামীলীগের নীতি নির্ধারকদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

Loading