কুমিল্লায় করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ৩, আক্রান্ত ৪০ নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৯:২৬ পূর্বাহ্ণ , জুলাই ২১, ২০২০ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। গেল ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়েছে। হাসপাতালের আইসিইউতে এক, আইসোলেশন ওয়ার্ডে একজন এবং করোনা ওয়ার্ডে একজনের মৃত্যু হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মুক্তা রানি ভূইয়া জানান, মৃত তিনজনই জ্বর, সর্দি, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন। কুমিল্লা জেলায় গেল ২৪ ঘণ্টায় ৪০ জন করোনায় আক্রান্ত হয়েছে। শেয়ার কুমিল্লা বিষয়: