অভিনেতা সাঙ্কু পাঞ্জা পেলেন প্রধানমন্ত্রীর অনুদান নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ , জুলাই ৪, ২০২০ বেশ কয়েক বছর আগে শুটিং স্থলে দুর্ঘটনার শিকার হন বড় পর্দার জনপ্রিয় খল অভিনেতা সাঙ্কু পাঞ্জা। এফডিসিতে ‘রাজাবাবু’ সিনেমার ফাইটের দৃশ্যে শুটিং করতে গিয়ে ক্রেনের উপর থেকে পড়ে যান তিনি। এতে গুরুতর আহত হয়েছিলেন। অসুস্থ হবার পর শুটিংয়ে অনিয়মিত হন। অর্থের অভাবে চিকিৎসা ভার বহন করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিলো সাঙ্কু পাঞ্জার পরিবারকে। আর্থিক সংকটে ছিলেন তারা। এবার অভিনেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। চিকিৎসার জন্য ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জিএম সৈকতের মাধ্যমে গত জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর কাছে চিকিৎসার জন্য আবেদন করেন সাঙ্কু পাঞ্জা। গত সপ্তাহে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার হাতে ৫ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়। প্রায় দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন সাঙ্কু পাঞ্জা। অনুদান পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। গণমাধ্যমকে সাঙ্কু পাঞ্জা বলেন, মাস দুয়েক আগেই ৫ লাখ টাকা অনুদান কার্যকর হলেও করোনার কারণে গিয়ে নিতে পারিনি। অবশেষ এই টাকার চেক হাতে পেলাম। প্রধানমন্ত্রীর এই মহান মানসিকতা আমাদের মতো শিল্পীদের কাছে অনুপ্রেরণার। শেয়ার বিনোদন বিষয়: