ঘরবন্দি সময়ে বারান্দায় ও ছাদে লাগাতে পারেন যেসব গাছ

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ , মে ২৪, ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিন বাড়ছে লাশের সারি। নিরাপদে থাকতে বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দি জীবন কাটাচ্ছেন।

অবসরের এই সময় বাসার ছাদে ও বারান্দায় টবে লাগাতে পারেন পছন্দের গাছ। লাগাতে পারেন ঔষধি, ফুল ও রূপচর্চায় ব্যবহার করা হয় এমন গাছ। এ ছাড়া ভেষজ ও মসলার গাছও লাগাতে পারেন।

যেসব গাছ লাগাতে পারেন-

১. বারান্দায় লাগাতে পারেন গোলাপ, হাসনাহেনা ও বেলি ফুলের গাছ। এসব গাছ টবে ভালো হয়।

২. লাগাতে পারেন সৌন্দর্যবর্ধন করে এমন গাছ। ওপর থেকে ঝুলিয়ে দিলে বদলে যাবে বারান্দার সৌন্দর্য।

৩. অ্যালোভেরা লাগাতে পারেন টবে। এটি খুবই প্রয়োজনীয় ভেষজ। রূপচর্চা থেকে শুরু করে স্বাস্থ্যরক্ষায় এই গাছের রয়েছে অনেক ব্যবহার।

৪. পুদিনা ও ধনেয়া হচ্ছে ঔষধিগুণসমৃদ্ধ গাছ। এসব গাছ টবে দ্রুত হয়। আস্ত ধনেয়া ঘণ্টা কয়েক পানিতে ভিজিয়ে রেখে টবে ফেলে ওপরে মাটি দিয়ে পানি ছিটিয়ে দিন। দেখবেন কয়েক দিনের মধ্যেই চারা গজাবে।

৫. একটু বড় ধরনের ড্রাম বা টবে লাগাতে পারেন লেবুগাছ।

৬. পুঁইশাক, করলা, কাঁচামরিচের গাছ টবে ভালোই হয়

Loading