আটকে আছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮ হাজার শিক্ষক নিয়োগ।

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৩, ২০২১

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ ( এনটিআরসিএ) এর গত জুলাই মাসে প্রকাশিত ৩য় গণবিজ্ঞপ্তিতে ৫৪ হাজার পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও, ৩৮,২৮৬ জনকে প্রাথমিক ভাবে সুপারিশ করেছে (এনটিআরসিএ),প্রার্থী না থাকায়, আবেদন না করায় ১৫ হাজার পদ খালি রাখতে হয়েছে। কিন্তু সুপারিশ প্রাপ্ত প্রার্থীদের ব্যাক্তিগত জীবনের তথ্য সংগ্রহে পুলিশ ভেরিফিকেশন এর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।এ লক্ষ্যে প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফর্মে তথ্য সংগ্রহের কাজ চলছে।জানা যায়, পুলিশ ভেরিফিকেশন শেষে প্রার্থীদের সুপারিশপত্র এনটিআরসিএ ওয়েবসাইটে দেওয়া হবে। কিন্তু গত ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলায়,তীব্র শিক্ষক সংকটে ভুগছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলো।প্রতিষ্ঠান প্রধানরা বলছেন দ্রুত সময়ের মধ্যে প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শেষ করে নিয়োগ দেওয়া ইউক। অপর দিকে প্রার্থীরা চরম হত্যাশার মধ্যে দিন কাটাচ্ছে। প্রার্থীরা চাচ্ছেন অতি দ্রুত তাদের  পুলিশ ভেরিফিকেশন শেষ করে দ্রুত নিয়োগের ব্যবস্হা করা ইউক।  এ সম্পর্কে  শিক্ষা সচিব মোঃমাহবুব হোসেন জানান, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে শেষ করতে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানাব।মুজিব বর্ষে কোন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট থাকবে না। এনটিআরসিএ কে আমরা সেভাবেই নির্দেশনা দিয়েছি।

Loading