শাকিব ভালানা! নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ , জুন ৮, ২০২০ শাকিবই কিন্তু করোনাকালে দেশের মন্দা অর্থনীতিতে চলচ্চিত্রের সার্থে নিজের আকাশ ছোয়া পারিশ্রমিক মাটিতে নামিয়ে নিয়ে এসেছেন। কিন্তু কই অন্যান্য নায়ক নায়িকারা তাদের পারিশ্রমিক এখনো পযন্ত কানাকড়িও কি কমানোর ঘোষনা দিয়েছেন চলচ্চিত্রকে বাচানোর সার্থে? আর বাংলা চলচ্চিত্রকে বাচানোর সার্থে এই মূহুর্তে শুধু নায়ক নায়িকারাই নন পাশাপাশি শিল্পী কলাকৌশলি সহ লাইট, ক্যামেরা, এডিটিং, শুটিং হাউস আর শুটিং সংক্রান্ত সকল কিছুর দাম কমানোটাও জরুরী।## আকাশ আমিন এর ফেসবুক থেকে শেয়ার সোশ্যাল মিডিয়া বিষয়: