“ইরশাদুল ওয়ায়েজীন নরসিংদী” এর আত্মপ্রকাশ নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১০, ২০২০ নরসিংদী জেলায় তরুন ওয়ায়েজিনদের নতুন সংগঠন “ইরশাদুল ওয়ায়েজিন নরসিংদী” নামে আজ নরসিংদীর ইটাখোলা মসজিদে জেলার বক্তাদের উপস্থিতিতে আত্মপ্রকাশ করে। এতে সভাপতি নির্বাচিত হোন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মোশারফ হোসেন ইসলামপুরি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হোন মাও, ইউসুফ বিন এনাম শিবপুরী।। কমিটির অন্যান্যরা হলেন.. ১/ সভাপতি- মুফতি মোশারফ হোসেন ইসলামপুরী ২/ সিনিয়র সহ-সভাপতি- মাওলানা মোক্তার হোসেন আদিয়াবাদী ৩/ সহ-সভাপতি, মুফতি গোলাম সরোওয়ার ফরিদী ৪/ সহ-সভাপতি, মাওলানা ক্বারী আকরাম হোসেন ৫/ সহ-সভাপতি, মাওলানা তোফাজ্জল হোসেন রায়পুরী ৬/ সহ-সভাপতি, মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী ৭/ সেক্রেটারি জেনারেল -মাওলানা ইউসুফ বিন এনাম শিবপুরী ৮/ সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল- মাওলানা ক্বারী মুজিবুর রহমান হাকিমী ৯/ সহ সেক্রেটারী জেনারেল- মুফতি আরিফ মাহমুদ হাবিবী ১০/ সহ সেক্রেটারী জেনারেল- মাওলানা মাসুম বিল্লাহ মাহমুদী ১১/ সাংগঠনিক সম্পাদক- মাওলানা নাসির উদ্দিন সরকার ১২/ সহ-সাংগঠনিক সম্পাদক- মাওলানা ওমর ফারুক ১৩/ সহ-সাংগঠনিক সম্পাদক- মুফতি রফিকুল ইসলাম ১৪/ অর্থ সম্পাদক- মুফতি মহিউদ্দিন আশরাফী ১৫/ সহ-সম্পাদক- মুফতি আব্দুল্লাহ মাহমুদী ১৬/ প্রচার সম্পাদক- মাওলানা আশরাফ ১৭/ সহ প্রচার সম্পাদক -মাওলানা ইজহারুল ইসলাম ১৮/ সহ প্রচার সম্পাদক -কারী মাহদী হাসান মিয়াজি ১৯/ দপ্তর সম্পাদক- মাওলানা ছগির আহমদ মোবাশ্বিরী ২০/ সমাজ কল্যাণ সম্পাদক- মুফতি সাজিদুর রহমান ওলিপুরী ২১/ মিডিয়া সম্পাদক- মাওলানা নোমান উদ্দিন নূরী ২২/ সাংস্কৃতিক সম্পাদক- হাফেজ ইসমাইল হোসেন সাইফী #নির্বাহী সদস্য ২৩/ মাওলানা আহমদ উল্লাহ ২৪/ মাওলানা ইব্রাহিম খলিল ২৫/ মাওলানা মাহমুদুল হাসান। ২৬/ মাওলানা মাহমুদুল হাসান পলাশ ২৭/ মাওলানা আব্দুল্লাহ আল মামুন ২৮/ হাফেজ মাওলানা সালাহউদ্দিন ২৯/ মাওলানা আওলাদ হোসেন আরেফী শেয়ার ইসলামী জীবন বিষয়: https://news71online.com/?p=15685&preview=true