ফেসবুকে ‘বিদায়, শুভ রাত্রি’ স্ট্যাটাস দিয়ে অভিনেত্রীর আত্মহত্যা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ , আগস্ট ৭, ২০২০ অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ভারতীয় শোবিজ অঙ্গনের কেউ কেউ। কয়েক দিন আগে সুশান্তের অনুকরণেই মুম্বাইয়ে নিজ বাড়িতে আত্মহত্যা করেন জনপ্রিয় মারাঠি অভিনেতা আশুতোষ বাকরে। এবার ফেসবুকে ‘শুভ বিদায়, শুভ রাত্রি’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেলেন ভোজপুরী সিনেমার অভিনেত্রী অনুপমা পাঠক (৪০)। গত ২ আগস্ট মুম্বাইয়ের মেট্রোপলিটন এরিয়ায় মিরা রোডে অবস্থিত নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে এ অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। জানা গেছে, আত্মহত্যার একদিন আগে ফেসবুক লাইভে আসেন অনুপমা। প্রায় ১০ মিনিট ধরে লাইভে নিজের মনের কথা বলেছিলেন অনুপমা। জীবনে কাউকে কোনো দিন বিশ্বাস না করতে এবং মৃত মানুষকে নিয়ে প্রশংসা করলেও জীবিত থাকাকালীন তার প্রয়োজনে কেউ আসে না বলে মন্তব্য করেন তিনি। এনডিটিভি জানিয়েছে, অনুপমার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তার মৃত্যুর দুটি কারণ উল্লেখ করা রয়েছে। এর একটিতে লেখা রয়েছে– ‘গত মে মাসে লকডাউনের সময় মনীশ ঝা নামে এক ব্যক্তি আমার দুই চাকার গাড়ি নিয়েছিলেন। পরে মনীশ সেটি ফিরিয়ে দিতে অস্বীকার করেন।’ দ্বিতীয় কারণ হিসাবে লেখা রয়েছে– ‘উইসডন প্রোডাকশন কোম্পানিতে আমি আমার বন্ধুর কথায় ২০১৯ সালে ১০ হাজার টাকা বিনিয়োগ করেছিলাম। সেটি ফেরত পাইনি।’ তদন্তকারী পুলিশ বলছে, স্বামী বাড়ির বাইরে যাওয়ার পরই আত্মহত্যা করেন এ অভিনেত্রী। শেয়ার বিনোদন বিষয়: