জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরীর শ্রদ্ধা

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২৪

সাভারের আশুলিয়ায় জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

টানা চতুর্থবারের মতো স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর আজ বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর তিনি সেখানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন।

পরে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরীসহ অন্যান্য হুইপরাও বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

স্বাক্ষর শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গণতন্ত্রের অভিযাত্রা ও সাংবিধানিক ধারাবাহিকতায় নির্বাচনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে।

সেই অভিযাত্রাকে সামনে এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা ২০৪১ সালের মধ্যে জনগণকে উন্নত স্মার্ট বঙ্গবন্ধুর সোনার বাংলা উপহার দেবো।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম ও ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম প্রমুখ।

Loading