রায় সাহেবের হাতে ছোঁয়ায় কপিলমুনি বাসীর ভাগ্য পরিবর্তন হয়েছে

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ , জানুয়ারি ১৮, ২০২৪

রায় সাহেব বিনোদ বিহারী সাধু কপিলমুনি বাসীর ভাগ্য পরিবর্তনে নিজের সবকিছু উজাড় করে দিয়েছিলেন, তারই বদন্যতায় আজ এই জনপদের মানুষের অর্থনীতি, শিক্ষা, ক্রিড়া ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ মাঠে আধুনিক কপিলমুনির স্থপতি স্বর্গীয় দানবীর রায় সাহেব বিনোদ বিহারী সাধুর ৯০ তম প্রয়াণ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পাইকগাছা-কয়রার নব নির্বাচিত সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না। তিনি কপিলমুনি বাজারের উন্নয়ণে ব্যাপক সংস্কার করবেন বলে প্রতিশ্রুতি দেন।

স্বর্গীয় রায় সাহেব বিনোদ বিহারী সাধু স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে সংগঠনটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, অধ্যক্ষ হাবিবুল্যাহ বাহার, অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, উপাধ্যক্ষ ত্রিদিব কান্তি মন্ডল, প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জয় কুমার মন্ডল, আ’লীগ নেতা সরদার বজলুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবে নব নির্বাচিত সভাপতি জিএম হেদায়েত আলী টুকু, সাঃ সম্পাদক মিলন দাশ, সহ সাঃ সম্পাদক জি এম আসলাম হোসেন, কেকেএসপি’র সভাপতি শেখ আব্দুর রশীদ,  সাঃ সম্পাদক এম বুলবুল আহমেদ, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, দিপক কুমার মন্ডল, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপী, প্রভাষক কামাল হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান, শিক্ষক মোঃ নূরুজ্জামান, গুনীজন স্মৃতি সংসদের সভাপতি আঃ সবুর আল আমীন।

Loading