দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে কিছু ঘটানোর চেষ্টা করা হচ্ছে

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , নভেম্বর ২৯, ২০২৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করা হচ্ছে।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, পুলিশে ঢাকার দায়িত্বে যিনি আছেন, এ বিষয়ে আমার নলেজে যতটুকু আছে, সেগুলো তাকে জানাতে চাই। সে কারণেই আমি ডিবিতে এসেছি।

তিনি বলেন, ‘আপনারা জানেন যে, ছাত্ররাজনীতি করতে করতে এতদূর এসেছি। আমি গতকাল (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন করে বলেছি, যেটা আপনারা দেখেছেন। কয়েকদিন আগে পুলিশকে কুপিয়ে মারা, সাংবাদিকদের মারা, গাড়িতে বোমা মেরেছে। এ ধরনের বেশকিছু তথ্য শেয়ার করা এবং জানানোর জন্য ডিবিতে এসেছিলাম। এখানে আমি এমপি হিসেবে আসিনি, একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি।’

শামীম ওসমান আরও বলেন, ‘সেই দেশই উন্নত হয়, যে দেশের মানুষ দেশের বিরুদ্ধে কিংবা সমাজের বিরুদ্ধে কোনো ঘটনা জানতে পারলে, সেগুলো যদি দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানায়। এটি দেশের সব মানুষের দায়িত্ব। আমি সংসদ সদস্য হিসেবে না, আওয়ামী লীগেরও কোনো নেতা হিসেবে না, যেহেতু রাজনীতি দীর্ঘদিন ধরে করি- তাই বিভিন্ন খোঁজখবর পাই। সেই তথ্য সঠিক কিনা, সেটা দেখার দায়িত্ব তো আমার না। সেটা দেখার দায়িত্ব প্রশাসনের।’

এর আগে গত ২০ নভেম্বর শামীম ওসমান গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাকে অপরিচিত নম্বর থেকে কল করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

Loading