আগরতলার মেয়রের সাথে জবি ডেপুটি রেজিস্ট্রার এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ , নভেম্বর ১২, ২০২৩

সম্প্রতি (০৬ নভেম্বর) ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী ঐতিহাসিক আগরতলা পুর নিগম ( সিটি করপোরেশন) এর মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার এবং বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা, নাট্যকার ও নাট্যনির্মাতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী’র মধ্যে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের সৃংস্কৃতি বিনিময় এবং রাজনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আগামী বছর ফেব্রুয়ারীতে আন্তর্জতিক মাতৃভাষা দিবসে অথবা এপ্রিলে বাংলা নববর্ষ উপলক্ষে দুই দেশে দুইটি নাট্যউৎসবের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয় এবং একইসাথে দুই দেশের অভিনয়শিল্পীদের নিয়ে বাংলা নাটক তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয় এবং আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে নাটক ” কাঁটাতারের বেড়া”নাটক দিয়ে যার যাত্রা শুরু হবে। এ প্রসঙ্গে মাননীয় মেয়র মহোদয় বলেন ” বাংলাদেশ আমাদের অকৃত্রিম বন্ধু, আমাদের ভাষা, চাল চলন, কৃষ্টি কালচার একই রকম। পূর্বে আমরা একই দেশের নাগরিক ছিলাম। আজ দুটি আলাদা রাস্ট্রের নাগরিক হলেও আমরা দুটি রাস্ট্রের মধ্যে সেতুবন্ধন হয়ে কাজ করতে চায়, দুটি রাস্ট্রের নিজস্ব কৃষ্টি কালচার ঠিক রেখে সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের কাছাকাছি পৌঁছাতে চাই”। অপরদিকে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী বলেন ” আমাদের মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরার অবদান অস্বীকার্য, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে ত্রিপুরাবাসী আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা দুই দেশের অভিনয় শিল্পীদের নিয়ে বাংলা নাটক তৈরির মাধ্যমে বিশ্ববাসীকে তা জানিয়ে দিতে চাই “। সৌজন্য সাক্ষাৎ এর সময় আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইমেইল হক মোল্লা।

Loading