আগামীতেও নৌকায় ভোট দিবে দেশের মানুষ

প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ , নভেম্বর ৪, ২০২৩

আগামী সংসদ নির্বাচনেও দেশের মানুষ নৌকায় ভোট দিবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগামীর বাংলাদেশ মানে ২০৪১ সালের বাংলাদেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’ বলেও জানান তিনি।

আজ শনিবার বিকালে রাজধানীর আরামবাগে মেট্রোরেলের সাভার থেকে ভাটারা অংশের কাজের উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় এ কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটচুরি, হত্যা, নির্যাতন, দুর্নীতি করাই হলো বিএনপির কাজ। আওয়ামী লীগ যখন দেশের উন্নয়নে কাজ করছে, বিএনপি তখন মানুষ পুড়িয়ে আন্দোলন করে।

বিএনপির আগুন সন্ত্রাসের সমালোচনা করে তিনি বলেন, তারা মানুষ পুড়িয়ে মারে। বাসে আগুন দেয়। আমি ঢাকাবাসীকে বলব, যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। যারা আগুন দেয় তাদেরও পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে।

তিনি বলেন, আমরা এখনও সহ্য করছি। দেশের মানুষ ধৈর্য ধরে আছে। সহিংসতা সৃষ্টিকারীদের আর ছাড় দেওয়া হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। জনগণের সমর্থনে আস্থা রাখি। খালেদা জিয়া তো বলেছিলেন, একশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আজকে সে কথায়ই আটকে গেছে বিএনপি। আওয়ামী লীগ চার বার ক্ষমতায়। আবারও মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব। আর বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Loading