ধামরাইয়ে আজ শনিবার থেকে ২ দিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী সম্মেলন শুরু

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , নভেম্বর ৪, ২০২৩

 

ঢাকার ধামরাই উপজেলার বাথলী কৃষ্ণপুর আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসা মাঠে আজ শনিবার থেকে ২দিন ব্যাপি ৪ ও ৫ নভেম্বর শনিবার ও রোববার ঐতিহাসিক ইসলামি সম্মেলন শুরু হবে।
ধামরাই উপজেলার আমেনা হুসাইনিয়া এতিমখানার উদ্যোগে ২দিনব্যাপী ঐতিহাসিক সম্মেলনে দেশ বরেণ্য ওলামায়ে ও মাসায়েখগণ কোরআন ও হাদিস থেকে বয়ান করবেন। প্রথম দিন শনিবার প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন স্হানীয়এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ। বয়ান করবেন হযরত মাওলানা আব্দুর রহমান জামী (নব মুসলিম ফেনী), মফতি শেখ হামিদুর রহমান সাইফী ( দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা) ও হযরত মাওলানা শামসুল হুদা সাহেব ( অত্র মাদ্রাসার)। সভাপতিত্বে করবেন গাংগুয়াটি ইউপি চেয়ারম্যান কাদের মোল্লা। ২য় দিন রোববার প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হাজী ডাক্তার সালাহ উদ্দিন মাহমুদ ( সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ, ঢাকা শিশু হাসপাতাল)। বয়ান করবেন হযরত মাওলানা মুফতি আরফি বিন হাবিব( ঢাকা), হযরত মাওলানা মুফতি হেদায়াতুল্লাহ নূরী (সিরাজগঞ্জ), পীরে কামিল আল্লামা মুফতি সাঈদ নূর সাহেব (মানিকগঞ্জ)ও হযরত মাওলানা মনজুর রহমান (মিরপুর ঢাকা)। সভাপতিত্বে করবেন আলহাজ্ব এস এম মনিরুজ্জামান (উপদেষ্ট অত্র মাদ্রাসার)। এই দুইদিন ব্যাপী ঐতিহাসিক ইসলামী সম্মেলনে উপস্থিত থাকার জন্য সকল মুসলমানদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন আমেনা হুসাইনিয়া মহিলা মাদ্রাসার কমিটির সভাপতি মোজাম্মেল হক।

 

Loading