রাজশাহী-সিলেটের নির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ , জুন ২১, ২০২৩

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা জানিয়েছেন, ভোট চলার দুই ঘণ্টা পর্যন্ত রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের খবর পাওয়া যায়নি। ভোটারের উপস্থিতিও ভালো।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলনায়নে সিসি ক্যামেরা ভোট পর্যবেক্ষন শেষে তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচন কমিশনের মনিটরিং সেল থেকে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কোনো তথ্য পাইনি।
মাঠের আইন শৃঙ্খলার বাহিনীর সঙ্গে যোগাযোগ হচ্ছে, এ পর্যন্ত আমাদের কাছে অনিয়মের তথ্য নাই।’

তিনি বলেন, ‘ ভোটার উপস্থিতি বেশ ভালো। সিলেটের কোনো কোনো কেন্দ্রে বৃষ্টি হচ্ছে। দু’একটা কেন্দ্রে কম।আর সব জায়গায় ভালো উপস্থিতি। রাজশাহীতে খুবই ভালো।’

ইভিএম জটিলতা নিয়ে রাশেদা সুলতানা বলেন, ‘শুধুমাত্র রাজশাহীর একটা জায়গায় একটু শুরু হইছিলো। ওটা সঙ্গে সঙ্গে শেষ হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে ঠিক সময়ে শুরু হয়েছে। এখন পর্যন্ত ইভিএম নিয়ে কোনো তথ্য আসেনি। ত্রুটি দেখা দিলে ব্যাকআপ মেশিন আছে। কারিগরি টিম আছে। সমস্যা হলে আমরা সাথে সাথে দূর করার চেষ্টা করবো।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ নিরবচ্ছিন্নভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ২৩টি ডিজিটাল ডিসপ্লে বোর্ডের মাধ্যমে একই সাথে ৩৬৮টি সিসি ক্যামেরায় ২৫২০টি ভোট কক্ষ পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতি ডিসপ্লে দশ সেকেন্ড পরপর অটো রোটেড করে এভাবে ৩৪৫টি কেন্দ্রের ভোট গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিটি ভোট কক্ষে একটি করে আর কেন্দ্র প্রতি দুটি করে সিসি ক্যামেরা স্থাপন করে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে।

Loading