পটিয়া হাইদগাওঁ উচ্চ বিদ্যালয়কে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এগিয়ে আসুন

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ , জুন ৪, ২০২৩

পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের সম সাময়িক সংকট নিরসনের লক্ষে মুক্তিযোদ্ধা জনতা ও শিক্ষানুরাগীদের সাথে এক মত বিনিময় সভা গতকাল ত্রিপুরা দিঘির হাট সংলগ্ন বটতলায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাইদগাও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহি উদ্দিনের সভাপতিত্বেঅনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম বাদল, সাবেক চেয়ারম্যান সাইফুদ্দিন খালেদ চৌধুরী, বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুল আলম, সাবেক চেয়ারম্যান মোঃ ইউনুচ, বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা আহমদ নুর, জয়নাল আবেদীন, আশুন্দু বাবু, মুক্তিযোদ্ধা গোপাল চৌধুরী, মোঃ ইয়াছিন, মোঃ আকতার হোসেন, শহীদুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, মোঃ মনজুরুল আলম, শামসুল আলম, ডা: তপন প্রমুখ।এতে বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন বলেন, হাইদগাও উচ্চ বিদ্যালয় আমাদের ছেলে মেয়েদের মানুষ গড়ার কারখানা। যে কারখানা ধ্বংস হয়ে গেলে আমাদের ভবিষৎ হবে অন্ধকার। আমাদের ছেলেমেয়েরা হবে শিক্ষা বিমুখ। তাই হাইদগাওবাসীর ক্রান্তিলগ্নে এ বিদ্যালয়কে ধ্বংসের হাত থেকে বাচাতে আমরা মুক্তিযোদ্ধারা এগিয়ে আসতে বাধ্য হয়েছি। এ বিদ্যালয়ের এক শিক্ষককে প্রধান শিক্ষকের চেয়ারে বসাতে কিছু বিবেকহীন লোক একজন প্রধান শিক্ষকের রুমে তালা লাগিয়েছিল। যা ন্যাক্কার জনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি প্রধান শিক্ষক দূর্নীতি
করে থাকেন তাহলে তার বিচার হউক। কিন্তু কারো উপর নির্লজ্জ অবিচার এবং অপবাদ সহ্য করবো না। আমরা আরো বলতে চাই হুইপের সহযোগিতায়
এ বিদ্যালয়ে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। কিন্তু কতিপয়
শিক্ষকের ক্ষমতা লোভীতার কারনে শিক্ষার মান
নিম্নগামী হয়েছে। আমরা আমাদের শিক্ষা প্রতিষ্টান নিয়ে কাউকে রাজনীতি করতে দেব না। তারা
হুইপ সামশুল হক চৌধুরীর নির্দেশনা মোতাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার সহ গঠিত তদন্ত কমিটিকে সঠিক তদন্ত রিপোর্ট অবিলম্ভে উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়ার আহবান জানিয়ে বলেন এ কমিটির উপর আমাদের আস্থা নেই। আমরা নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানাচ্ছি । অন্যতায় আমাদের ছেলেমেয়েদের জীবন রক্ষার স্বার্থে আমরা মুক্তিযোদ্ধা, জনতা ও সকল শিক্ষানুরাগীদের সাথ নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো। তারা
বলেন শিক্ষকদের কাজ শিক্ষা দেওয়া, রাজনীতি করা নয়। সবাই জানেন একজন শিক্ষক আমাদের বিদ্যালয়ের পরিবেশ ধ্বংস করে দিচ্ছে। আমরা
সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যে কোন ধরনের অপশক্তি মুক্ত হাইদগাও গড়াতে শেষ রক্ত বিন্ধু দিয়ে প্রচেষ্টা চালিয়ে যাবো।

Loading