পার্বতীপুরে স্কাউটস ৪র্থ জেলা কাব ক্যাম্পুরী শুরু

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , মার্চ ৩০, ২০২২

দিনাজপুরের পার্বতীপুরে সাবেক শহীদ ময়দানে শুরু হচ্ছে বাংলাদেশ স্কাউটস ৪র্থ জেলা কাব ক্যাম্পুরী। এ ক্যাম্প শেষ হবে আগামী ২ এপ্রিল। এ কাব ক্যাম্পুরীতে বাংলাদেশ স্কাউটস, পার্বতীপুর রেলওয়ে জেলা, লালমনিরহাট রেলওয়ে জেলা ও পার্বতীপুর উপজেলা থেকে ৫১ ষষ্ঠকের ৩০৬ কাব স্কাউট, ৫১ ইউনিট লিডার, ৪০ কর্মকর্তা, ৪০ স্বেচ্ছাসেবক রোভার, ১২ সাপোর্ট স্টাফসহ মোট ৪৪৯ অংশ গ্রহন করে। গত ২৯ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় কাব ক্যাম্পুরীর উদ্ভোধন করেন বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সভাপতি ও প্রধান নির্বাহী (কেলোকা) মোঃ রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সহ-সভাপতি ও ডব্লিউ এম/এম (কেলোকা) মোঃ তাসরুজ্জামান বাবু, সহ-সভাপতি ও সিআই/(আরএনবি) সরদার রফিকুল ইসলাম, স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সম্পাদক ও এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পরিচালক মোঃ আখতারুজ্জামান, স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলা কমিশনার ও ডব্লিউএম (ডিজেল) ফয়েজ আহম্মেদ খান ও এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুল প্রধান শিক্ষক আরাফাত জামিল।
স্কাউটস পার্বতীপুর রেলওয়ে জেলার সম্পাদক ও এ্যাফেক রেসিডেনসিয়াল মডেল স্কুলের পরিচালক মোঃ আখতারুজ্জামান জানান, বাংলাদেশ স্কাউটস দেশের প্রাথমিক বিদ্যালয়গামী ছয় থেকে এগার বছর বয়সী বালক-বালিকাদের কাব স্কাউটিং এর মাধ্যমে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আত্মনির্ভরশীল, সেবার মন্ত্রে দীক্ষা, ন্যায়পরায়নতা, মানবতা এবং মূল্যবোধের উন্মেষ ঘটিয়ে সুনাগরিক গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামী ২ এপ্রিল সন্ধ্যা ৭টায় মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ মিলনমেলা।

Loading