বরখাস্ত ডিআইজি মিজান ও বাছিরের কারাদণ্ড

প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৩, ২০২২

ঘুষ লেনদেনের মামলায় বরখাস্ত হওয়া পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে একটি ধারায় তিন বছরের কারাদণ্ড হয়েছে।

অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে পৃথক দুটি ধারায় পাঁচ বছর ও তিন বছর করে মোট আট বছরের কারাদণ্ড এবং ৮০ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলম আজ বুধবার এ রায় দেন। সবাইকে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। বাছিরের দুটি ধারায় সাজা একসঙ্গে চলবে বলে তাঁকে পাঁচ বছর কারাদণ্ড ভোগ করতে হবে।
এর আগে বুধবার সকালে আসামি বাছির ও মিজানকে আদালতে হাজির করা হয়।

Loading