শনাক্ত ফের দুই সহস্রাধিক, মৃত্যু ৩

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ , জানুয়ারি ১০, ২০২২

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা আগের অবস্থানে থাকলেও গত ২৪ ঘণ্টায় শনাক্তের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৩১ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় যা প্রায় সাড়ে সাতশ বেশি। গত এক দিনে নমুনার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮.৫৩ শতাংশে। যা গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। এছাড়া নতুন করে করোনায় মৃত্যু হয়েছে তিনজনের।

সোমবার (১০ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। আর মোট শনাক্ত ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় মারা যাওয়া তিনজনই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।

Loading