স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ণ , ডিসেম্বর ৬, ২০২১

দুরাশা
সামছুদ্দোহা ফরিদ
হারিয়েছো আজ দীঘল স্বপনে
নিজকে রেখেছো বয়সের গোপনে,
আড়ালে আড়ালে সূর্য টা বেড়েছে
সময় টা তেড়ে আয়ূ টা ও গিয়েছে কমে,
ভাবনি একবার ভাঙবে স্বপন
নিজেও যাবে একেবারে দমে।
কোথায় পেয়েছ ভাই এত আশা?
হঠাৎ করেই হবে বিলীন সকল প্রত্যাশা,
অতীত ইতিহাসের সৌরভ গৌরবের ইতি টেনে
যার যার সব হয়েছে মেছাখার,
ঘূর্ণিঝড়ের তান্ডব দেখেছ
সুনীল সাগরের গর্জন শুনেছো
আর সুনামীর ভয়াবহতা,
এক নিমিষেই হারিয়ে সব
যার গেছে তারাই বুঝেছে,
তুমিও বুঝবে একদিন সব।

Loading