নেত্রকোণায় জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩ তম জন্মদিন পালিত

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ , নভেম্বর ১৩, ২০২১

জননন্দিত কথা সাহিত্যিক হূমায়ুন আহমেদের ৭৪ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় নিজ জেলায়। হিমু পাঠক আড্ডার আয়োজনে পৌর শহরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি। শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতপাই নদীর পাড়ে হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।এ সময় র্যালিতে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ স্হানীয় গুণীজনেরা। র্য়ালিটি শহরের কালিবাড়ি মোড়,তেরিবাজার,ছোটবাজার,শহীদ মিনার মোড়,পৌরসভা মোড় হয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এ সময় র্যালিতে হিমু ও রুপা সেজে তরুণ-তরুণীরা নেচে -গেয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সেখানে হূমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মোঃআব্দুর রহমান।এতে হিমু পাঠক আড্ডার সদস্যবৃন্দ ও জেলার সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এ ছাড়াও সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়। এদিকে হূমায়ুন আহমেদের নিজগ্রাম জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর শহীদস্মৃতি বিদ্যাপীঠে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালিসহ নানা আয়োজনে জন্মদিন পালন করা হয়।

Loading