স্বরচিতঃ কবিতা

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ , নভেম্বর ৯, ২০২১

স্বচ্ছ প্রতিচ্ছবি
সামছুদ্দোহা ফরিদ
তোমার প্রতিচ্ছবি তুমি দেখ
তুমি যে কি তা মনে রেখ।
সত্যের উপলব্দি করতে হাজির
নিজ পরীক্ষার ফলাফল রাখ নজির।
মানুষের সমালোচনা কর আপন
দূর করে ভুল, গড় আপন ভূবন।
সাধারণ মানুষ আয়না স্বরূপ
সেখানে খুঁজ তোমার আসল রূপ।
পর নিন্দা পরিহার করে হও তুমি আগুয়ান
মিছে অহমিকার ঠাঁই না দিয়ে হও বেগবান।
অপবিত্র কে ঘষে মেজে কর পবিত্র
অসৎ কে পরিহার করে গড়ে নাও মিত্র।
সফল মানুষের কাছে শিখ সফলতা
মেনে নেয়া ও ভাল বিফলতা।
অন্ধের মাঝে বুঝে নাও আলোর দিশারী
প্রতিঘাতে বেগবান যেমন কান্ডারী।
অক্ষমতাকে ভরে দাও তোমার সক্ষমতা
জগতে প্রাণ পাক তোমার মানবতা।
প্রতিদিনের মৃত্যুর রুপ ভাব তুমি ধ্যানে
সত্যিকারে মৃত্যুর কথা স্বর মনে মনে।
নিজ বিডিও রেকর্ড শুন বার বার
ভাল আচরণে গড়ে তোলো কাজ কারবার।
মাটি নির্বাক,গাছ নির্বাক, নির্বাক পশু পাখি
সত্যিকারে তারাই সেবায় রত মেলে দেখ আঁখি।
অপরের সেবায় ধন্য হও,তারাই বলবে তুমি বড়
অযথা বড় হতে গিয়ে নিজ কে করো না নড় বড়।

Loading