সাংবাদিকদের সুরক্ষা আইনের দাবী

প্রধানমন্ত্রী’র কাছে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ , অক্টোবর ১৭, ২০২১

সারাদেশের ন্যায় ময়মনসিং হে আজ ১৭ অক্টোবর, (রবিবার) বেলা ১২ টায় সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ণের ব্যপারে প্রধানমন্ত্রীর সদয় উদ্যোগ গ্রহনের দাবীতে ময়মনসিংহের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃত্বে স্থানীয় সাংবাদিক সংগঠন মহানগর প্রেসক্লাব ময়মনসিংহ, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব ময়মনসিংহ, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক সংস্থা, সাংবাদিক ঐক্য ফোরাম, ময়নসিংহ বিভাগীয় রির্পোটার্স ইউনিট, ময়মনসিংহ সাংবাদিক এসোসিয়েসন, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাব, বাংলাদেশ হিউম্যান রাইটর্স এন্ড প্রেস সোসাইটি, দি মোমেনশাহী প্রেসটিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মুক্তাগাছা উপজেলা, ফুলপুর উপজেলা, ফুলবাড়ীয়া উপজেলা, হালুয়াঘাট উপজেলা, ত্রিশাল উপজেলা, ভালুকা উপজেলার নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
সাংবাদিকগন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের কাছে স্বারকলিপি দেয়ার সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

স্বারকলিপি প্রদান কালে শতাধিক সাংবাদিকসহ নেতৃবৃন্দ ও সহকর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে মোঃ শিবলী সাদিক খান, সাইদুর রহমান বাবুল, বদরুল আমীন, শাহ্ মোহাম্মদ রনি, মোঃ সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, মফিজুল ইসলাম লাভলু, মাইনদ্দীন উজ্জল, কামরুল হাসান,নজরুল ইসলাম জুয়েল, মোঃ ইয়হিয়া আরিফ, আজারুল আলম, রহিমুজ্জান রুকন, মোঃ মোকলেছু ররহমান, দীপক চন্দ্র দে, মোঃ সেলিম মিয়া, শামীম তালুকদার, মোঃ আব্দুর রাজ্জাক, আব্দুস ছোবহান, সুমন ভট্রাচার্য, এনামুল হক ছোটন, হুমায়ুন কবির, নিহার রঞ্জন কুন্ডু, এ আর এলিম, শফিকুল হাসান রুবেল,সৈয়দ রাজু আহমেদ,সুলতান মাহমুদ,আবুজর গিফারী জাফর, মাহবুবুল আলম সোহাগ,মীর কাদের, আরিফুল ইসলাম হাবিব, আবুল বাশার লিংকন, ইবনে হোসেন শিমুল, মীর মোঃ খালেদ হাসান, মারুফ হোসেন কমল মোঃ আব্দুর রাজ্জাক, তসলিম সরকার, মেজবাহ উদ্দিন বাহাদুর, তাহমিনা আকতার হেলেন, তাছলিমা রত্না, নাজমুশসাকি কোরাইশি, নূরুন্নাহার চৌধুরী, সাকিল আহমেদ, ইউসুফ আব্দুল্লাহ, শহীদ ভূইয়া, আব্দুর রশিদ, তাফাজ্জল হোসেন নভের, আশিকুর রহমান মিঠু, নজরুল ইসলাম খান বাবু, মিজানুর রহমান (ফুলপুর), ফকর উদ্দীন আহম্মেদ (ত্রিশাল) প্রমূখ উপস্থিত ছিলেন।

সাংবাদিক নেতারা বলেন সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ের ব্যপারে প্রধান মন্ত্রমন্ত্রীর সদয় উদ্যোগ গ্রহনের নিমিত্যে দূর্নীবাজ, অপরাধী চক্রের হুমকী, মামলা হামলা হয়রানির বিপন্নতা থেকে নিরীহ সংবাদকর্মীদের রক্ষায় সুরক্ষা আইন প্রনয়ন করার দাবী জানান। সেই সাথে সাংবাদিকদের অবাদ স্বাধীনতা দেয়ায় এবং তারা প্রধানমন্ত্রীকে “মাদার অফ মিডিয়া” উপাদীতে ভুষিত করতে চান বলে উল্লেখ করেন।
সাংবাদিকদের অধিকার মর্যদা রক্ষায় ১৪ দফা দাবী বাস্তবায়নের আহবান জানিয়ে স্বারকলিপি পাঠ করে শুনান শিবলী সাদিক খান।

Loading