স্কুল, কলেজ পুনরায় বন্ধ হলে জাতীয় জীবনে নামবে অমানিশা।

প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২১

অতিমারীর কারনে স্কুল ও কলেজ খোলার পর অতিভাবক সহ শিক্ষার্থীরা সম্ভবনার আলো দেখতে পাচ্ছে। শিক্ষা জাতীর মেরুদন্ড। শিক্ষাই আলো। একটি জাতির জন্য শিক্ষার যে কতটুকু গুরুত্বপূর্ণ তা করোনাকালীন সময়ে জাতি হাড়ে হাড়ে টের পেয়েছিল। শিক্ষার্থীদের একটি বড় অংশ শিক্ষা থেকে সরে পড়েছে। কিছু শিক্ষাথীর পড়াশুনায় অনীহার জং ধরেছে। এমনাস্থায় আংশিক স্কুল ও কলেজ খোলার ফলে শিক্ষার আলো জ্বলতে শুরু করেছে। অভিবাকরাও আলোর দিশা দেখতে শরু করেছেন। স্কুল ও কলেজ বন্ধ না করে বরং অধিক স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে করোনা কে সাধারণ রোগের মত ভাবা হোক। করোনার চেয়ে শিক্ষাহীনতার প্রভাব জাতির জন্য অশনি সংকেত হতে পারে। তাই সাধারণ জনমনের জোর দাবী আতংকিত না হয়ে স্বভাবিক হয়ে ফিরে আসুক আমাদের এ সোনার বাংলা।

Loading