স্বরচিত কবিতা ঃ

প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৫, ২০২১

আপন একজনা
সামছুদ্দোহা ফরিদ
মিছে আপন ভব চোখের স্বপন
সব কিছুর আছে শুরু অবশেষে দাফন।
দিনের যবনিকায় সূর্যের সমাপন
রাতের অবসানে নব দিনমান।
হারানোর মাঝে আপন হারায়
কেহ আসলে আপন নয় এ ধরায়।
যৌবনের সঙী রঙিন দিনের জাগরণ
অসহায়ত্বে রঙিন স্বপ্নের হয় মরণ।
মিছে ভাবনার সুখ স্বপনের আলাপন
চির বিদায়ে সব কিছুই হয় সমাপণ।
তোমার প্রিয় বস্তু জাগতিক এটা ওটা
স্তিমিত হবে সব এ বিশ্ব গোটা।
যায় না বুঝা বাস্তব কিছু চোখে থাকলে রঙীন স্বপন
সব আশা আশাতীত হলে কেবল একজন আপন।
সব কিছু বিলীন হবে রবে শুধু এক
একের কাছে ফিরে যাবে যাদের থাকবে নেক।
একের মাঝেই মহাবিশ্ব একের মাঝেই রহস্য
একের মাঝেই সফলতা একের মাঝেই বশ্য।
আমি তুমি আপন ভেবে করি মোরা ভুল
এ ধরাতে আপন কেবল আল্লাহ,আল্লাহর রাসুল।

 

Loading