নেত্রকোণায় দিন দিন বাড়ছে জ্যাম,সদরবাসীর অস্বস্তি

প্রকাশিত: ১০:২৯ পূর্বাহ্ণ , আগস্ট ২৩, ২০২১

নেত্রকোণায় সদরে দীর্ঘ দিন যাবৎ জ্যামের কারণে সদরবাসীর দুরাবস্থায় অসহনীয় ভূগান্তিতে আছে। রাস্তার ধারণ ক্ষমতার তুলনায় অটোরিক্সা বাড়তি কয়েক গুণ। ফলে একমুখী রাস্তায় হেঁটেও যাওয়া যায় না। মাঝে মাঝে দীর্ঘ জ্যামের কারণে অস্বস্তি চরমে উঠেছে। এ দুরাবস্থা রুখতে স্থায়ী পরিকল্পনার প্রয়োজন বলে বিজ্ঞ মহল মনে করেন। কালি বাড়ি থেকে থানার মোড় হয়ে একেবারে তেরী বাজার পর্যন্ত অটোরিকশার সাম্রাজ্য দীর্ঘ ক্ষণ অনড় অবস্থায় থাকে। আর এরই মাঝে এর তিক্ততা বাড়াতে মাঝে মাঝে ঢুকে পড়ে দৈত্য ট্রাক। আখড়ার মোড়েও জমে উঠে দীর্ঘ যানের আখড়া।অন্যদিকে মালনী মোড়ের জ্যামের তান্ডব ও কম নয় অর্থাৎ নেত্রকোণা পুরোটাই জ্যামময় শহর। রাস্তার দুধারে অনৈতিকভাবে বেদখল রাস্তার ব্যবহার সংকীর্ণ করে জ্যামের কৃত্রিমতা আনয়ন চোখে দেখার মতন। এমনাবস্থায় নেত্রবাসী যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছেন।

Loading