পাঁচবিবিতে নিয়ন্ত্রন হারিয়ে বালু বোঝাই ট্রাক দোকান ঘরে

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ , জানুয়ারি ১, ২০২১
জয়পুরহাটের পাঁচবিবিতে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দোকান ঘরে প্রবেশ করেছে। এতে স্থানীয় দোকানদারদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (১লা জানুয়ারী) শুক্রবার ভোরে পৌর শহরের পাঁচমাথা নামকস্থানে। এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে দোকান ঘরে প্রবেশ করেছে। এতে স্থানীয় দোকানদারদের প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ (১লা জানুয়ারী) শুক্রবার ভোরে পৌর শহরের পাঁচমাথা নামকস্থানে। এসময় ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর আনুমানিক ৫ টার সময় হিলি থেকে একটি বালু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৭২৭৮) জয়পুরহাটের দিকে যাওয়ার সময় পৌর শহরের পাঁচমাথা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে মিজানুর রহমান, সবুজ হোসেন, আবু সুফিয়ানের চাল ভূষি মালের দোকান ও আলামিনের মটর সাইকেলের পার্চের দোকানের সার্টার এবং ওয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এতে দোকানের ভিতর থাকা চাল, ডাল ভুষিমাল সহ মটর সাইকেলের পার্চ নষ্ট হয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকান মালিকেরা জানান। তবে দোকানের ভিতর কোন লোক না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, ট্রাকটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। উভয় পক্ষ ডেকে সমঝোতার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের ক্ষতি পূরুনের ব্যবস্থা করা হবে।

Loading