পূর্ব পরিকল্পিত ভাবে আক্রমণ ও জীবন নাশের চেষ্টা নিরাপত্তাহীনতায় জন-জীবন কুমিল্লা দেবীদ্বার অধিবাসী কামাল হোসেনের

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , জুলাই ২৭, ২০২৩

নিজস্ব সংবাদদাতাঃ

গতকাল ২৬ শে জুলাই ২০২৩ইং আনুমানিক বিকাল ৫ ঘটিকায় সময় কুমিল্লা দেবিদ্বার বাজার এলাকায় দুর্বৃত্তদের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়,দেবিদ্বার কুমিল্লার অধিবাসী মোঃকামাল হোসেন।ঘটনার দিন বাজার থেকে বিকেলে নিজ বাসায় ফেরার পথে পূর্ব থেকে উৎপেতে থাকা কতেক দুর্বৃত্তদের হাতে আক্রমণের শিকার হন মোঃকামাল হোসেন।তিনি বাজার করার সময় বুঝতে পারেন যে কয়েকজন লোক তাকে ফলো করছে।পরে তিনি জীবন বাঁচানোর জন্য দ্রুত নিজ বাসার দিকে অগ্রসর হচ্ছেন।পথী মধ্যে  কিছু দূর্বৃত্তরা পৃর্ব শ্রুতার জের হিসেবে কামাল হোসেনকে রাস্তার উপর অতর্কিত হাতে থাকা লাঠি ও হকিস্টিক সহ ধারালো ছোরা দিয়ে বেদম এলোপাতাড়ি গুরুত্বর রক্তাক্ত আঘাত করলে।  এক পর্যায়ে ঘটনা স্থলে কামাল হোসেন  অজ্ঞান হয়ে পড়েন।পরে দূর্বৃত্তরা কামাল হোসেনকে মৃত মনে করে অতিদ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।অতঃপর পথচারীরা কামাল হোসেনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লায় দেবিদ্বার সেন্টাল হসপিটালে ভর্তি করে,হাসপাতাল কর্তৃপক্ষ লোকাল থানা পুলিশকে খবর দেন।এতে পুলিশ খবর পাওয়ার পরেও তারা ঘটনাস্থল পরিদর্শন করেনি। পরবর্তীতে কামাল হোসেনের পরিবার লোকাল থানায় জিডি করতে চাইলে।পুলিশ জিডি নিতে অস্বীকার করেছে বলে,কামাল হোসেনের পরিবার এ সংবাদদাতাকে জানায়।পরে এ বিষয়ে দেবিদ্বার থানায় যোগাযোগ করা হলে,উক্ত থানার অফিসার ইনচার্জ সংবাদদাতাকে বলেন,হাসপাতালে চিকিৎসাধীন কামাল হোসেনের পরিবারের পক্ষ থেকে কেউ জিডি করতে আসেননি এবং কোন প্রকার যোগাযোগ ও করেননি থানায়। এ বিষয়ে হসপিটালে আহত মোঃকামাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,পাসপোর্ট অফিসের দুর্নীতি নিয়ে কুমিল্লা পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ  আবদুল মান্নানকে লিখিত অভিযোগ করার জের ধরে প্রানে হত্যা করার হীন উদ্দেশ্যে তারা পূর্ব পরিকল্পিত ভাবে সংঘবদ্ধ হয়ে আমার উপর এই অতর্কিত হামলা চালায়।

Loading