বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি হলেন সাকিব সনেট নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ , জুলাই ১২, ২০২০ নবগঠিত বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার (বিজেডিও) কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সাকিব ইরতিজা চৌধুরী (সাকিব সনেট)। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠনটি কাজ করে যাবে বলে জানান তিনি। আগামী ১ বছর সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করবেন সাকিব সনেট। এ ব্যাপারে তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার প্রতি দুর্বলতা রয়েছে অধিকাংশ সচেতন মানুষের। কিন্তু সাংবাদিকতা পেশায় যেমন রয়েছে ঝুঁকি, তেমন রয়েছে সম্মান ও রোমাঞ্চ। অপ-সাংবাদিকতা বাদ দিলে এ পেশায় যেটুকু থাকে তার সবটুকুই আত্মতৃপ্তি পাবার জন্য একটি স্বাধীন পেশা হলো সাংবাদিকতা। সাকিব সনেট আরও বলেন, ‘যিনি সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত হতে চান। তার থাকতে হবে মানসিক ও শারীরিক যোগ্যতা। একজন সাংবাদিককে হতে হবে মেধাবী, স্মার্ট ও চটপটে। থাকতে হবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো ধৈর্য, সাহস ও মানসিকতা। ভদ্রোচিত ব্যবহার সাংবাদিকের একটি বিশেষ গুণ। সাংবাদিককে নিরপেক্ষ হওয়া বাধ্যতামূলক।’ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা সব সময় সাংবাদিকদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য পাশে থাকবে বলে জানান সাকিব সনেট। শেয়ার মিডিয়া বিষয়: