পথচারীর কান্নাকাটিতে মন গলল ছিনতাইকারীর!

প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ , জুন ১৮, ২০২০

‘চোর বলে কি মন নেই?’ পাকিস্তানে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখার পর সোশ্যাল মিডিয়ায় ঘুরছে প্রশ্নটি।

করাচির রাস্তায় একটি খাবার সরবরাহকারী সংস্থার এক কর্মীর কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েও তা ফিরিয়ে দিল ছিনতাইকারীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

ভিডিওতে ধরা পড়া ঘটনাটির সত্যতা স্বীকার করেছে করাচি পুলিশ।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি বাড়িতে খাবার দিয়ে নিজের বাইকের সামনে দাঁড়িয়েছিলেন ওই তরুণ।

এমন সময় তার গা ঘেঁষে আরেকটি বাইক এসে দাঁড়ায়। দুই আরোহীর পেছনের জন নেমে এসে কেড়ে নেয় টাকা ও সঙ্গে থাকা কিছু জিনিস।

সামনের আরোহী নজর রাখছিল চারপাশে। কষ্টার্জিত টাকা এভাবে লুট হয়ে যেতে দেখে কাঁদতে শুরু করেন ওই তরুণ।

এর পরেই মন বদলান ছিনতাইকারী। তারা টাকা ফিরিয়ে দিয়ে তরুণের পিঠ চাপড়ে দেয়। তাকে জড়িয়ে ধরে আদরও করেন।

যাওয়ার আগে দুজনেই হাত মেলান তরুণের সঙ্গে। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে দুজনকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

আর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলছেন, ‘রোজ যখন পুলিশ-প্রশাসনের একশ্রেণির কর্মীদের বিরুদ্ধে ঘুষ নেয়া ও দুর্নীতির অভিযোগ ওঠে, তখন এ ধরনের ঘটনা মনে করিয়ে দেয়– মনুষ্যত্ব এখনও লোপ পায়নি।’

Loading