সিনহা হত্যা আরও ৩ জনকে গ্রেপ্তার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ , আগস্ট ১১, ২০২০ অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় আরও ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ২টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের মারিচবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার ফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নুরুল আমিন, নিজাম উদ্দিন ও মো. আয়াছ। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফট্যানেন্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি সিনহা হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততা আছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গেল ৩১ জুলাই রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। শেয়ার আইন-আদালত বিষয়: