কোভিড-১৯ মহামারীতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম’ শীর্ষক আলোচনা

প্রকাশিত: ১:১০ পূর্বাহ্ণ , আগস্ট ৯, ২০২০
৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস । এই দিবসকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের উদ্যোগে আজ ৯ আগস্ট, রবিবার বিকাল ৩টায়’কোভিড-১৯ মহামারীতে আদিবাসীদের জীবন-জীবিকার সংগ্রাম’ শিরোনামে অনলাইন আলোচনার আয়োজন করা হয়েছে । আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে অংশগ্রহণ করবেন একুশে পদকপ্রাপ্ত লেখক, অভিনেতা, নাট্যনির্দেশক মঞ্চসারথি আতাউর রহমান, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও কবি মাসুদ পথিক, সাংবাদিক ও গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, লেখক ও গবেষক পাভেল পার্থ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের
চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক, সাকার মুস্তাফা,বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক, শরদিন্দু হাজং (স্বপন) এবং গীতিকার ও কবি সুজন হাজং ।
 
বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন এর সহ-সভাপতি, বিপুল হাজংয়ের সভাপতিত্বে এবং সোহেল হাজংয়ের সঞ্চালনায় আরো আলোচনা করবেন ইলিমেন্ট হাজং, স্বপ্না হাজং, পল্টন হাজং, আশীষ হাজং প্রমুখ।

Loading