 | আতিকুর রহমান আতিক জেলা প্রতিনিধি,গাইবান্ধা |
আতিকুর রহমান আতিক, গাইবান্ধা প্রতিনিধি: প্রতিদিনের রান্নায় পেঁয়াজ একটি অপরিহার্য উপাদান । কিন্তু বাজারে পেঁয়াজের দাম এখন আকাশ ছোঁয়া তাই পেঁয়াজের দামের ঝাঁজে গাইবান্ধার নিম্ন আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে।
অনেক দিন যাবত পেঁয়াজের দাম কেজি প্রতি ১২০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হয়ে আসছিল। আবার গতকাল বুধবার থেকে গাইবান্ধার স্থানীয় হাট বাজার গুলোতে পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি কেজি। । হঠাৎ করে পেঁয়াজের এই দাম বৃদ্ধিতে সব শ্রেণী পেশার মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে ।
বৃহস্পতিবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার তালুক জামিরা বাজারে গিয়ে দেখা যায় প্রতি কেজি পেয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
অভিযোগ রয়েছে আড়ৎদাররা পেঁয়াজের যথেষ্ট মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম অভাব সৃষ্টি করে পেঁয়াজের দাম বৃদ্ধি করেছে।
তবে এই অভিযোগ অস্বীকার করে আড়ৎদাররা বলছেন আমরাও পাইকারি দরে ১৭০ -১৮০ টাকায় পেঁয়াজ কিনছি । ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।
উল্লেখ্য এবছর বন্যায় ভারতের পেঁয়াজ উৎপাদনের হার কমে যাওয়ায় পেঁয়াজ সঙ্কট দেখা দিয়েছে । ফলে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ রুপিতে ।তাই অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণ করতে না পারায় পেঁয়াজ রপ্তানি করা বন্ধ করে দিয়েছে ভারতীয় সরকার।আর এর প্রভাবে দেশীয় বাজারে পেঁয়াজের দাম আশঙ্কাজনক হারে বেড়েছে।
14.11.2019 | 05:49 PM | সর্বমোট ১২৮ বার পঠিত