 | ঢাকা অফিস |
মোঃ আমির হোসেন (লিটন), সেনবাগ প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুবলীগের আয়োজনে সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে নেতা কর্মীরা জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, কেক কেটে এবং পায়রা উড়িয়ে কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের আহবায়ক আ,স,ম জাকারিয়া আল মামুনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আরিফুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা এডভোকেট মাহমুদুল হক পাটোয়ারী লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনবাগ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরজ্জামান চৌধুরী, সেনবাগ পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার আলমগীর আলো, আ’লীগনেতা আবু নাছের ভিপি দুলাল, আ’লীগনেতা কামরুজ্জামান বাবলু,যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু, আলমগীর হোসেন ও ছাত্রলীগ নেতা ফিরোজ আলম রিগান। আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা দিদারুল আলম, মোঃ ফয়েজ আহমেদ, আবদুুর রাজ্জাক ও রফিকুল হায়দার সুুুমন সহ প্রমুখ নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা বক্তব্য রেখে সেনবাগে যুবলীগের রাজনীতি নিয়ে তাদের ভবিষৎ পরিকল্পনার কথা ব্যাক্ত করেন।12.11.2019 | 12:24 PM | সর্বমোট ২২৩ বার পঠিত