![]() | আতিকুর রহমান আতিক জেলা প্রতিনিধি,গাইবান্ধা |
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদের নামাজ পড়তে গিয়ে গেটের ছাদ ধ্বসে তাসকিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাসকিন উদ্দিন মন্ডল,(৯৫) সোমবার সকালে ঈদুল আজহার নামাজ আদায় করতে ফুলপুকুরিয়া ঈদগাহ মাঠে যায়। নামাজ আদায় শেষে মাঠ থেকে বের হওয়ার সময় হঠাৎ ঈদগাহ মাঠের গেটের ছাদ ধ্বসে তাসকিন উদ্দিনের মাথার উপর পড়ে ।এসময় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহত তাসকিন উদ্দিন উপজেলার গুমাণীগন্জ ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে ।
12.08.2019 | 04:52 PM | সর্বমোট ৪৩১ বার পঠিত
07.12.2019 | 09:17 PM
08.12.2019 | 12:54 AM
07.12.2019 | 05:48 AM
05.12.2019 | 06:49 AM
07.12.2019 | 03:11 PM