 | সুস্থির সরকার,নেত্রকোণা |
সাবেক ছাত্রলীগ নেতা জেমসন দাস ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির সুয়াইর ইউনিয়ন শাখার সংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় শহীদ জীবন কৃষ্ণ স্মৃতি পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। জেমসন দাস শহীদ জীবন কৃষ্ণ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক। শহীদ জীবন কৃষ্ণ স্মৃতি পরিষদের সহ সভাপতি প্রলয় সরকার জানান, “জেমসন দাস ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমি কুলপতাক গ্রাম ও শহীদ জীবন কৃষ্ণ স্মৃতি পরিষদের পক্ষ তাকে তাকে জানাই প্রানঢালা অভিনন্দন।”
গত ১৫ নভেম্বর ঢাকায় আইডিইবি ভবনে ঢাকাস্থ মোহনগঞ্জ সমিতির এক সাধারণ সভা ও সদস্য নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠানে উক্ত কমিটির ঘোষনা করা হয়।
জেমসন দাস বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। কর্মজীবনে তিনি একজন ব্যবসায়ী। ছাত্র জীবন থেকেই তিনি আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তিনি নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন শাখার ছাত্রলীগের সাবেক আহবায়ক। সবুজসেনা ক্লাব কুলপতাক এর প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ। কুলপতাক খ্রীষ্টিয়ান মাল্টিপারপাস কো-অপারেটিভ এর সভাপতি, সদস্য ও ইভানজেলিস্ট খ্রীষ্টিয়ান ফেমিলি অব ফেইথ ট্রাষ্ট, বাংলাদেশ, সসস্য, শিক্ষা কমিটি, ঢাকা মেট্রোপলিটন খ্রীষ্টিয়ান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, সদস্য, কোরিয়ান সিভিল কালচারাল সেন্টার, ঢাকা। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের সাথে জড়িত আছেন।
17.11.2019 | 02:07 PM | সর্বমোট ৩৮৪ বার পঠিত