 | সেলিম আহম্মেদ |

সুনামগঞ্জের ধর্মপাশায় দুই ভুয়া ডিবি পুলিশকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুৃলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পাইকুরহাটি ইউনিয়নের গাছতলা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দুই প্রতারকরা হলেন নেত্রকোনার আটপাড়া উপজেলার ইটখোলা গ্রামের এদিম মিয়ার ছেলে সারোয়ার হোসেন (৩৫) ও দেওগাঁও গভীনপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে মোজ্জাবীর (২২)।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাছতলা বাজারে এরশাদ আকন্দ নামের এক ব্যক্তির মনোহারী দোকানে গিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি ও হুমকি-দামকি দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করলে ওই ব্যবসায়ীর সন্দেহ হয়। পরে ধর্মপাশা থানা পুলিশকে বিষয়টি জানালে তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এব্যাপারে ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, আটককৃত দুই প্রতারকের বিরুদ্ধে থানায় একটি প্রতারনা মামলা দায়েরের পর শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।
15.11.2019 | 07:30 PM | সর্বমোট ৫৮৩ বার পঠিত