বিরামপুরে ওয়ালটন-ডে পালিত আবু সাইদ আবু সাইদ বিরামপুর প্রতিনিধি প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ , মার্চ ২১, ২০২১ সারাদেশের ন্যায় আলোচনা সভা, কেক কাটা, র্যালী, মুনাজাতের মধ্য দিয়ে বিরামপুরে ওয়ালটন-ডে ২০ মার্চ পালিত হয়েছে। দিনাজপুরের বিরামপুর শনিবার (২০ মার্চ) সন্ধায় পৌর শহরের নতুন বাজার মেইন রোডের পার্শে, ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার মো: আশিকুল ইসলাম বিপ্লবের আয়োজনে র্যালী নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিজ দোকানে আলোচনা সভা, কেক কাটা এবং কোম্পানির উত্তর উক্ত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের মধ্য অনুষ্ঠানটি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, সাদ এন্টারপ্রাইজের সত্যাধীকারী মো: মাহবুব আলম সাংবাদিক আবু সাঈদ, কামরুজ্জামান, সামিউল আলম, এলাকার বাসি, সুধি জন। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: