নোয়াখালীর চৌমুহনী পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী খালেদ সাইফুল্লাহ ১৩ হাজার ৫ শত ১২ ভোট পেয়ে বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্ণ , জানুয়ারি ৩১, ২০২১ নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আলহাজ্ব মামুনুর রশিদ কিরণ এর বড় ভাই স্বতন্ত্র প্রার্থী মোবাইল প্রতীক নিয়ে মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ ১৩ হাজার ৫ শত ১২ ভোট পেয়েছেন।অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আক্তার হোসেন ফয়সল ১০ হাজার ৯ শত ৯৫ ভোট পেয়েছে।ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ জহির উদ্দিন হারুন ৫ হাজার ৫ শত ২৬ ভোট পেয়েছে।বেসরকারি ভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। অপরদিকে নোয়াখালীর বিছিন্ন দ্বীপ হাতিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী কে এম ওবায়দুল্লাহ বিপ্লব ১৬ হাজার ৯ শত ৯৮ ভোট পেয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী মোহাম্মদ কাজী আব্দুর রহিম ২ হাজার ৮ শত ৫৫ ভোট পেয়েছেন। এ সময় আওয়ামী লীগের নৌকার প্রার্থী কে এম ওবায়দুল্লাহকে বেসরকারি ভাবে মেয়র পদে ঘোষণা করেছেন।হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. এমরান হোসেন। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: