চৌমুহনী পৌরসভায় অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে চলছে ভোট গ্রহণ । মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২১  ব্যপক উৎসাহ ও উদ্দিপনায় মধ্যে দিয়ে চলছে নোয়াখালীর চৌমুহানী পৌরসভায় ভোট গ্রহণ। সকাল ৮ টা থেকে কিছু কিছু কেন্দ্রে মহিলা ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে। এর আগে গতকাল সন্ধ্যায় নির্বাচনীয় সরঞ্জাম নিয়ে প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে যায় দায়িত্বরত প্রাপ্ত কর্মকর্তারা। অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার লক্ষ্যে।চৌমুহনী পৌরসভার ২০টি কেন্দ্রের জন্য তিন শতাধিক পুলিশ, র্যাবের ৬টি টিম, ৬ প্লাটুন বিজিবি, পুলিশের ১৭টি মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স টিম ৯টি, নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৫ জন এবং১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন নির্বাচনীয় মাঠে। এখন পর্যন্ত কোথায়ও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি তবে ২০ টি কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দর ভাবে ভোট গ্রহণ চলছে। এ সময় বেগমগঞ্জ চৌরাস্তা সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মনিটরিং করতে দেখা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডি আই জি, মোহাম্মদ আনোয়ার হোসেন, নোয়াখালীর পুলিশ সুপার মো.আলমগীর হোসেন উপস্থিত ছিলেন। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: