নোয়াখালীতে অস্ত্র মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ডদেশ প্রায় পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ , জানুয়ারি ২৩, ২০২১ নোয়াখালীর সেনবাগ থানার পুলিশ ২২ শে জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবু সুফিয়ান(৩৫) নামের অস্ত্র মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, সেনবাগ থানার এস আই সবুজ চন্দ্র পালের নেতৃত্বে, উপজেলার উত্তর মোহাম্মদপুর ইউনিয়নের মন্ত্রীলটেকের নিজ বাড়ি থেকে এ অস্ত্র ধারী সন্রাসী আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে সেনবাগ থানার(ওসি)মো.আব্দুর রাজ্জাক বলেন,মৃত জালাল আহমেদের ছেলে আবু সুফিয়ানের বিরুদ্ধে নোয়াখালী বিচারিক আদালতের ২০১৮ইং সালের জি,আর মামলা নং ৯৫১।সে আদালতের অস্ত্র মামলার ৭ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া পলাতক আসামি। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: