নোয়াখালীর ভাসানচরে আরো ১ হাজারের বেশি নারী পুরুষের আগমন মোঃইফতেখাইরুল আলম মোঃইফতেখাইরুল আলম নোয়াখালী প্রকাশিত: ২:২৯ পূর্বাহ্ণ , ডিসেম্বর ৩১, ২০২০ নোয়াখালীর ভাসানচরে মিয়ানমার থেকে এ বার ও নির্যাতনের স্বীকার হয়ে ১ হসজার ৮ শ’ত ৪ জন রোহিঙ্গার আগমন।জানা গেছে, এ দের মধ্যে ৪ শ’ত ৩৩ জন পুরুষ এবং ৫’শত ২৩ জন নারী ও ৮ শ’ত ৪৮ জন শিশু রয়েছে। নোয়াখালীর ভাসানচরে প্রায় ১ লক্ষ রোহিঙ্গা স্থানান্তরের পরিকল্পনায় নির্মিত আশ্রয়ন প্রকল্প-৩ এর নিরাপত্তার নিশ্চিত করতে বর্তমানে নোয়াখালী জেলা পুলিশ, ২ এপিবিএন ময়মনসিংহ, ৯ এপিবিএন- চট্রগ্রাম সহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের তিন শতাধিক সদস্য মোতায়েন রয়েছে। এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন বলেন, ইতি মধ্যে নোয়াখালী জেলা পুলিশের অধীনে ভাসানচর থানা’র সরকারী অনুমোদন পেয়েছিল। শেয়ার G$R নিউজের নিচে অন্যান্য বিষয়: